৩০.০৯.২০১৮ - সৌমিক লাহা, কামারপুকুর আমার শহর
কামারপুকুরে ইলেকট্রিক চুল্লি নির্মানে বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা||
কামারপুকুরে ইলেকট্রিক চুল্লি নির্মানে ৩ কোটি ৩৯ লক্ষ ১৮ হাজার ৩২৭ টাকা বরাদ্দ করল কে এম ডি এ।কামারপুকুরের শ্রীপুর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় হবে এই ইলেকট্রিক চুল্লি। কে এম ডি এ সাধারনত কলকাতার উন্নয়নের কাজ করলেও বিধায়ক মানস মজুমদারের অনুরোধে ফিরহাদ হাকিম এই কাজের অনুমোদন দিয়েছেন।
ইলেকট্রিক চুল্লির বরাদ্দ টাকার মধ্যে ১কোটি ৯১লক্ষ ৯৯হাজার টাকা চুল্লি নির্মানে ও ১কোটি ৪৭লক্ষ ১৯হাজার টাকা বিদ্যুৎ সংযোগ সহ সৌন্দর্যায়নের কাজ হবে।তাছাড়া সংলগ্ন এলাকায় পাঁচিল, টিউবওয়েল, বিশ্রামাগার ও রাস্তা তৈরি করা হবে।
কে এম ডি এর আধিকারিকদের মতে চুল্লিতে দাহ করতে ১ ঘন্টা সময় লাগবে।দুটি চুল্লি তৈরি হবে।একটি মৃতদেহ দাহ করা হবে আর অন্যটি আপৎকালীন ব্যবস্থার জন্য রাখা হবে।এছাড়া কোনরকম দূষন হবে না।
চুল্লিটি তৈরি হবার পর, কামারপুকুর গ্রাম পঞ্চায়েতকে এটা পরিচালনার দায়িত্ব দেওয়া হবে।
কামারপুকুর আমার শহর
কামারপুকুরে ইলেকট্রিক চুল্লি নির্মানে বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা||
কামারপুকুরে ইলেকট্রিক চুল্লি নির্মানে ৩ কোটি ৩৯ লক্ষ ১৮ হাজার ৩২৭ টাকা বরাদ্দ করল কে এম ডি এ।কামারপুকুরের শ্রীপুর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় হবে এই ইলেকট্রিক চুল্লি। কে এম ডি এ সাধারনত কলকাতার উন্নয়নের কাজ করলেও বিধায়ক মানস মজুমদারের অনুরোধে ফিরহাদ হাকিম এই কাজের অনুমোদন দিয়েছেন।
ইলেকট্রিক চুল্লির বরাদ্দ টাকার মধ্যে ১কোটি ৯১লক্ষ ৯৯হাজার টাকা চুল্লি নির্মানে ও ১কোটি ৪৭লক্ষ ১৯হাজার টাকা বিদ্যুৎ সংযোগ সহ সৌন্দর্যায়নের কাজ হবে।তাছাড়া সংলগ্ন এলাকায় পাঁচিল, টিউবওয়েল, বিশ্রামাগার ও রাস্তা তৈরি করা হবে।
কে এম ডি এর আধিকারিকদের মতে চুল্লিতে দাহ করতে ১ ঘন্টা সময় লাগবে।দুটি চুল্লি তৈরি হবে।একটি মৃতদেহ দাহ করা হবে আর অন্যটি আপৎকালীন ব্যবস্থার জন্য রাখা হবে।এছাড়া কোনরকম দূষন হবে না।
চুল্লিটি তৈরি হবার পর, কামারপুকুর গ্রাম পঞ্চায়েতকে এটা পরিচালনার দায়িত্ব দেওয়া হবে।
কামারপুকুর আমার শহর
Casino.com Archives - ScoopGo
ReplyDeleteCasino.com Archives - https://jancasino.com/review/merit-casino/ ScoopGo.com's https://febcasino.com/review/merit-casino/ collection of online gri-go.com casino and sports betting tips, casino games, video slots, apr casino live dealer games and more!