কামারপুকুর
মানেই অামরা জানি ঠাকুর শ্রী
রামকৃষ্ণ দেবের জন্মস্থান। এটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ
রাজ্যের হুগলী জেলার গোঘাট ২ ব্লকের অন্তর্গত
একটি গ্রাম।
আপনি
কি জানেন এ ছাড়াও রয়েছে
আরো
২টি জায়গা যাদের নাম কামারপুকুর। এই
২টি জায়গায় বাংলাদেশে অবস্থিত। এই ২টি কামারপুকুর বাংলাদেশের রংপুর ডিভিশনের অন্তর্গত।
১. প্রথম কামারপুকুরটির
অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৫.৮৮৯০৮১৩°উত্তর ও ৮৮.১৯৬৯১৪২°পূর্ব।
এটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ৪০০-৪৫০ কিমি দূরে অবস্থিত। এখানে রয়েছে কামারপুকুর ঈদগাহ। এটি হরিপুর
উপজেলার পাশেই অবস্থিত।
২. দ্বিতীয়
কামারপুকুরটির অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৫.৭৯১৬৫৩°উত্তর ও ৮৮.৯৩০৩৫৩°পূর্ব।
এটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে
৩৫০ কিমি দূরে অবস্থিত। গ্রামের
পাশ দিয়ে চলে গেছে ঢাকা- দিনাজপুর হাইওয়ে এন-৫। পাশপাশি রযেছে সৈয়দপুর রেল স্টেশন ও এয়ারপোর্ট।
কি এর আগে জানতেন
নাকি অাপনার প্রিয় জায়গার নামেও ভাগ বসিয়েছে অন্য কোনো জায়গা?
তথ্য় সংগ্রহ
- সৌমিক লাহা
Source - Google
No comments:
Post a Comment