Wednesday, 9 May 2018

অন্য কামারপুকুর



কামারপুকুর মানেই অামরা জানি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান। এটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলী জেলার গোঘাট ব্লকের অন্তর্গত একটি গ্রাম।


আপনি কি জানেন ছাড়াও রয়েছে  আরো ২টি জায়গা যাদের নাম কামারপুকুর। এই ২টি জায়গায় বাংলাদেশে অবস্থিত। এই ২টি কামারপুকুর বাংলাদেশের রংপুর ডিভিশনের অন্তর্গত।

১. প্রথম কামারপুকুরটির অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৫.৮৮৯০৮১৩°উত্তর ও ৮৮.১৯৬৯১৪২°পূর্ব। এটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ৪০০-৪৫০ কিমি দূরে অবস্থিত। এখানে রয়েছে কামারপুকুর ঈদগাহ। এটি হরিপুর উপজেলার পাশেই অবস্থিত।






২. দ্বিতীয় কামারপুকুরটির অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৫.৭৯১৬৫৩°উত্তর ও ৮৮.৯৩০৩৫৩°পূর্ব। এটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ৩৫০ কিমি দূরে অবস্থিত। গ্রামের পাশ দিয়ে চলে গেছে ঢাকা- দিনাজপুর হাইওয়ে এন-৫। পাশপাশি  রযেছে সৈয়দপুর রেল স্টেশন ও এয়ারপোর্ট।


কি এর আগে জানতেন নাকি অাপনার প্রিয় জায়গার নামেও ভাগ বসিয়েছে অন্য কোনো জায়গা?

তথ্য় সংগ্রহ - সৌমিক লাহা
Source - Google

কামারপুকুরে ইলেকট্রিক চুল্লি

৩০.০৯.২০১৮ - সৌমিক লাহা , কামারপুকুর আমার শহর কামারপুকুরে ইলেকট্রিক চুল্লি নির্মানে বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা|| কামারপুকুরে ইলেকট্রিক ...