Friday, 2 March 2018

কামারপুকুরে বইমেলা

ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষ্যে কামারপুকুর মেলার পর কামারপুকুরবাসীর জন্য আরও এক বড়ো চমক। কামারপুকুর শ্রীপুর মাঠে আগামী ৪ঠা মার্চ থেকে শুরু হতে চলেছে গোঘাট গ্রন্থমেলা। মেলা চলবে ১১ই মার্চ অবধি। 

ভগিনী নিবেদিতার জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষ্যে আয়োজিত এই গ্রন্থমেলা সফল করবার জন্য খুব তৎপর প্রশাসন। মেলার তদারকিতে সরাসরি নেমেছেন বিধায়ক মানস মজুমদার। মেলার উদ্বোধন করবেন কামারপুকুর রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজী মহারাজ। 

মেলা উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে থাকছেন ব্রততী বন্দ্যোপাধ্যয়, সারেগামাপা খ্যাত জিমুৎ,চন্দ্রিকা,বাংলা ব্যান্ড ভূমি তেমনই থাকছে চন্দ্রগুপ্ত,মাগন রাজার পালা, মৈমনসিংহ গীতিকার মতো বিখ্যাত নাটক।মেলার সময় দুপুর ২টা থেকে রাত্রি ৯টা অবধি।



কামারপুকুরে ইলেকট্রিক চুল্লি

৩০.০৯.২০১৮ - সৌমিক লাহা , কামারপুকুর আমার শহর কামারপুকুরে ইলেকট্রিক চুল্লি নির্মানে বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা|| কামারপুকুরে ইলেকট্রিক ...